04/04/2025
Aminul Islam
2021-11-12 07:48:17
বিজনেস ওয়াচ প্রতিবেদক: এটলাসকে লাভজনক অবস্থায় টিকে থাকতে হলে মটরসাইকেল বিক্রি বাড়াতে হবে। কাচাঁমালের অপচয় রোধ, অভারেহড কস্ট কমিয়ে এবং বিজ্ঞাপন ও বিপণন ব্যবস্থাকে শক্তিশালী করে কোম্পানির লাভের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এজন্য নতুন বাইক উৎপাদন করতে হবে। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি')'র সভাকক্ষে আয়োজিত এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) ৪৩৩তম বোর্ড সভায় এসব কথা বলেন বিএসইসি'র ও এবিএল এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি। সভায় এবিএলের অতীত ও বর্তমান অবস্থা তুলে ধরে তিনি আরো বলেন, এটলাসকে শক্তিশালী ও মটরসাইকেল বিপণনে কাঙ্খিত লক্ষ্য অর্জনে বিজ্ঞাপন বাড়াতে হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এবিএলের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা প্রদান করেন তিনি।
এসময় এটলাস পরিচালনা পর্ষদের পরিচালক আবুল কাসেম, প্রাক্তণ অতিরিক্ত সচিব এবং কাজী মো: আনোয়ারুল হাকিম, প্রাক্তণ যুগ্মসচিব সভায় উপস্থিত ছিলেন। অন্যান্য পরিচালকের মধ্যে আনোয়ার হোসেন ও আখতার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এবিএলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌ. আব্দুল মালেক মোড়ল সভা পরিচালনা করেন।