05/11/2025
Aminul Islam
2022-03-25 05:43:54
বিজনেস ওয়াচ প্রতিবেদক: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার (বিএসএফআইসি) অফিসার্স অ্যাসোসিয়েশন কর্তৃক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) পুরানা পল্টনের পুষ্পদাম রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ২০২১ সালে জানুয়ারি থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিএসএফআইসি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো. আতাউর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডঃ মহসিন আলী মন্ডল প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএফআইসি’র চেয়ারম্যান আরিফুর রহমান অপু। এসময় অন্যদের মধ্যে বিএসএফআইসি’র পরিচালক (বাণিজ্যিক) আনোয়ার হোসেন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মুঃ আনোয়ারুল আলম, পরিচালক (অর্থ) মোঃ এনায়েত হোসেন, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) খন্দকার আজিম আহমেদ, পরিচালক (ইক্ষু গবেষণা) মোঃ আশরাফ আলী এবং বিএসএফআইসি সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার উপস্থিত ছিলেন। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।