04/04/2025
Aminul Islam
2022-06-30 04:45:32
নিজস্ব প্রতিবেদক:চিনি শিল্পের কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার করুন। তিনি বলেন, আত্মপ্রত্যয়ী হয়ে দুর্নীতিমুক্ত করে কারখানার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করলে চিনি শিল্প সোনালী অতীত ফিরে পাবে। বুধবার (২৯ জুন) বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারি ফেডারেশনের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২২ এর কার্যকরী পরিষদের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিভাগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান সিরাজ), বিএসএফআইসির চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান অপু, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, বিএসএফআইসির সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, বিএসএফআইসির অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ আতাউর রহমান খান বিএসএফআইসি। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সভাপতি মোঃ মাসুদুর রহমান। অনুষ্ঠানে নবনির্বাচিত ফেডারেশনের নেতৃবৃন্দের শপথ পাঠ করান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান সিরাজ। অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রায়হানুল হক স্বাগত বক্তব্য রাখেন।
এসময় চিনিকলের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে আরিফুর রহমান অপু বলেন, চিনিকলের লোকসান কমানো ও বর্তমান অবস্থা থেকে উত্তরনের জন্য আখের মূল্য বৃদ্ধি করে আখ প্রাপ্তি নিশ্চিতকরণ,মাড়াই মৌসুমে কাজের গতিশীলতা বৃদ্ধি এবং আখ চাষের পাশাপাশি বিকল্প উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া আগামী ৫ বছরে চিনি শিল্পকে লাভজনক করার লক্ষে একটি রোড ম্যাপ প্রনয়ন করা হয়েছে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে রোড ম্যাপ বাস্তবায়নের মাধ্যমে সংস্থা লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হবে।