04/04/2025
Anisur rahman
2022-09-26 22:15:46
নিজস্ব প্রতিবেদক : আয়ারল্যান্ডের অন্যতম বৃহৎ রিটেইল স্টোর ‘ডিড ইলেক্ট্রিক্যালে’ বিক্রি হচ্ছে ওয়ালটনের অ্যান্ড্রয়েড স্মার্টটিভি। চলতি বছরের এপ্রিলে দেশটিতে অ্যান্ড্রয়েড চালিত স্মার্টটিভি রপ্তানি শুরু হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি। ইউরোপে দায়িত্বপ্রাপ্ত ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট সাঈদ আল ইমরান জানান, ইউরোপের দেশগুলোতে ওয়ালটন টিভির ব্যবসা সম্প্রসারণ হচ্ছে প্রতিনিয়ত। এরই ধারাবাহিকতায় চলতি বছরে আয়ারল্যান্ডে টেলিভিশন রপ্তানি শুরু করা হয়। গত এপ্রিলে ওয়ালটনের ৩২, ৪৩ ও ৫৫ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভির প্রথম শিপমেন্ট পাঠানো হয়। আয়ারল্যন্ডে ওয়ালটন টিভির পরিবেশক হিসেবে বাজারজাত কার্যক্রম পরিচালনা করছে দেশটির বিপণনকারী প্রতিষ্ঠান ‘সোমার লিমিটেড’ বলে জানান তিনি।
ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার মোস্তফা নাহিদ হোসেন বলেন, “আয়ারল্যান্ডে টিভি রপ্তানি বাজার সম্প্রসারণ নিঃসন্দেহে ওয়ালটনের ভিশন ‘গো গ্লোবাল ২০৩০’ অর্জনের পথে এক বিশাল মাইলফলক। ভৌগোলিক দিক থেকে আয়ারল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বাজার। দেশটির প্রতিবেশী হচ্ছে ব্রিটেন। তাই আয়ারল্যান্ডে রপ্তানি কার্যক্রম শুরুর ফলে গ্রেট ব্রিটেনে ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। ২০২৩ সালের মধ্যে পাঁচ মহাদেশে সবগুলো দেশে টিভি রপ্তানি সম্প্রসারণে কাজ চলছে বলে জানান তিনি।