04/04/2025
Aminul Islam
2017-03-12 02:23:08
বিওয়াচ ডেক্স:বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, আগামী পাঁচ বছরে পোশাকশিল্পের সমকক্ষ হবে পাটশিল্প। গত ত্রিশ বছরে পোশাকশিল্প যা অর্জন করেছে আগামী পাঁচ বছরে পাটশিল্প সে অবস্থানে যাবে।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পাট খাতের সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
মির্জা আজম বলেন, পাটশিল্পকে ঢেলে সাজাতে আমরা দীর্ঘ মেয়াদী পদক্ষেপ নিয়েছি। খালেদার আমলে পাটশিল্পকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। আদমজী পাটকল বন্ধ করা হয়েছিল। আস্তে আস্তে আমরা পাটকলগুলো চালু করেছি। পাট দিয়ে বহুমুখী পণ্য উৎপাদন করব। এ বছরেই পাটশিল্পে দুইশো কোটি টাকা লোকসান কমিয়ে আনা হয়েছে। ঢাকায় বহুমুখী পণ্য মেলা শুরু হয়েছে। মেলায় দর্শনার্থীদের আগ্রহ দেখে মেলা আরও দুই দিন বাড়ানো হয়েছে। আগামী সোমবার পর্যন্ত এ মেলা চলবে।
তিনি বলেন, পাটকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। সরকার পাটশিল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এখন আপাতদৃষ্টে এ শিল্পের লাভ না হলেও ভবিষ্যতে পাট আবার প্রধান অর্থকরী ফসল হবে।
সম্পাদক মো: আমিনুল ইসলাম কর্তৃক ১৪ পুরানা পল্টন, দার-উস সালাম আর্কেড (১০ম তলা) থেকে প্রকাশিত এবং ১০২ কাকরাইল (৩য় তলা) দশ দিশা প্রিন্টার্স থেকে মুদ্রিত।
সম্পাদকীয় কার্যালয়: খান ম্যানসন, ১০৭ মতিঝিল সি/এ (১০ম তলা) ঢাকা-১০০০
মোবাইল: +৮৮০১৭১৬ ৪২ ৮০ ৩০
ইমেইল: editorbusinesswatch@gmail.com info@businesswatch.biz
ওয়েব: www.businesswatch.biz