04/18/2025
Aminul Islam
2017-03-13 20:03:48
বিওয়াচ ডেক্স: রোববার বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান একথা জানান। তিনি বলেন, আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তাই যতো দ্রুত সম্ভব কার্যালয়টি সরিয়ে উত্তরায় নেয়া হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৩ সদস্যের আপিল বিভাগ বিজিএমইএ ভবন ভাঙতে ৬ মাস সময় দিয়েছেন। কার্যালয় সরাতে ৩ বছর সময় চেয়ে বিজিএমইএ’র করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।
উল্লেখ্য এর আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ৬ মার্চ সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন, বিজিএমইএ ভবন সরানোর জন্য ঢাকার উত্তরায় উপযুক্ত জমি নির্বাচনের চেষ্টা করা হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালতের রায় মোতাবেক সব কাজ হবে।