04/04/2025
Aminul Islam
2017-03-17 06:27:26
বিওয়াচ ডেক্স: চাহিদা ও সরবরাহে ভারসাম্য বিরাজ করায় স্থিতিশীল রয়েছে পাকিস্তানের তুলার বাজার। করাচি কটন অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, বর্তমানে দেশটিতে প্রতি মণ তুলা সর্বোচ্চ ৬ হাজার ৮০০ রুপিতে বিক্রি হচ্ছে।
করাচি কটন অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, গতকাল সিন্ধু অঞ্চলের ২০০ বেল তুলা প্রতি মণ ৬ হাজার ২৭৫ রুপিতে বিক্রি হয়েছে। একই সঙ্গে দক্ষিণ পাঞ্চাব অঞ্চলের ২০০ বেল তুলা ৬ হাজার ৫২৫ রুপি মণ দরে বিক্রি হয়েছে। একইভাবে করাচির ২০০ বেল তুলা প্রতি মণ ৬ হাজার ৫৫০ ও সিন্ধুর আরো ২০০ বেল তুলা প্রতি মণ ৬ হাজার ৩৭৫ রুপিতে বিক্রি হয়েছে।
গতকাল পাকিস্তানের স্থানীয় ব্যবসায়ীরা মোট ৩০০ বেল তুলা কিনেছেন। মণপ্রতি গড় দাম পড়েছে ৬ হাজার ৬৫০ রুপি।
নিউইয়র্কেও মোটামুটি স্থিতিশীল রয়েছে তুলার বাজার। নিউইয়র্কে আগামী মে মাসে সরবরাহ চুক্তিতে গতকাল প্রতি পাউন্ড তুলা ৭৫ দশমিক ৯৬ সেন্টে বিক্রি হয়েছে। আর আগামী জুনে সরবরাহ চুক্তিতে ৮৫ সেন্ট দরে প্রতি পাউন্ড তুলা বিক্রি হয়েছে।