05/13/2025
Anisur rahman
2023-03-30 22:22:02
নিজস্ব প্রতিবেদক : টেক্সটাইল ও লেদার সেক্টরে কর্মচারীদের জন্য দুর্ঘটনা বিমা নামে একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে। বস্ত্র ও চামড়া খাতে শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষায় ৭ মিলিয়ন ইউরো অনুদান দিয়েছে জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড)। বৃহস্পতিবার (৩০ মার্চ) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ এবং জিআইজেড-এর মধ্যে চুক্তি সই হয়। ইআরডি সচিব শরিফা খান ও বাংলাদেশে নিযুক্ত জিআইজেড ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর ড. আন্দ্রেয়াস কুক নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন।
প্রকল্পের উদ্দেশ্য হলো টেক্সটাইল এবং চামড়া খাতে শ্রমিকদের সামাজিক সুরক্ষায় অ্যাক্সেসের শর্তগুলো উন্নত করা। কারখানা ও প্রতিষ্ঠানের পরিদর্শন বিভাগ এই কাজ বাস্তবায়ন করবে। টেক্সটাইল ও চামড়া শিল্পের সকল শ্রমিকদের নানা সুরক্ষায় এই অনুদান ব্যবহার হবে।