05/11/2025
Anisur rahman
2023-04-10 21:07:04
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে আগের দিনের থেকে টাকার অংকে লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, সোমবার (১০ এপ্রিল) ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০১ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ এবং ডিএস-৩০ সূচক সমান ৩ পয়েন্ট করে কমে যথাক্রমে ১৩৪৪ ও ২১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯৮ কোটি ৮১ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৮টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০টির।