05/09/2025
Anisur rahman
2023-04-12 20:44:57
নিজস্ব প্রতিবেদক : চলতি বছরে প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্সের মুনাফায় উন্নতি হয়েছে। আগের বছরের তুলনায় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ২ পয়সা। কোম্পানিটির দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১২ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসই জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এ তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৪৬ পয়সা। এ হিসাবে গত বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২ পয়সা।
মুনাফা উন্নতি হওয়ার পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৯৬ পয়সা, যা তিন মাস আগে বা ২০২২ সালের ডিসেম্বর শেষে ছিল ১৯ টাকা ৪৮ পয়সা। এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২০ পয়সা।