04/04/2025
Aminul Islam
2023-04-12 23:40:21
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে মানসম্মত কসমেটিকস নিয়ে এসেছে হারল্যান ব্র্র্যান্ড। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে হারল্যান পয়েন্টের কার্যক্রম শুরু হচ্ছে। এমনি এক জমকালো অনুষ্ঠানে শুক্রবার (৭ এপ্রিল) পুর্ব জুরাইন ঢাকায় একটি ‘হারল্যান’ পয়েন্টের শুভ উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। উদ্বোধনী অনূষ্ঠানে নায়ক ফেরদৌস বলেন “হারল্যান” এর প্রোডাক্ট সমুহ প্রিমিয়াম কোয়ালিটির এবং সম্পূর্ণ আন্তর্জাতিক মানের।
হারল্যান, কালার কসমেটিকস ইন্ডাসট্রিতে খুব দ্রুতই সাড়া ফেলতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান গ্রোনবার্গ ল্যাবরেটরিজ এলএলসি, ইউএসএ ও রিমার্ক এলএলসি, ইউএসএ’র যৌথ প্রয়াস। ভোক্তাদের কথা মাথায় রেখে যুগের সাথে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইন আপ করেছে আধুনিক ও ট্রেন্ডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইন আপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আই লাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানা রকম অনুষঙ্গ।