05/09/2025
Anisur rahman
2023-04-13 18:42:02
নিজস্ব প্রতিবেদক : শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা করে লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তাতে কোম্পানিটি জানুয়ারি থেকে গত ৩১ ডিসেম্বর ২০২২ সালের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৮ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৫৮১ টাকা নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য মতে, ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানির কর পরবর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখানো হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। সেখান থেকে ১০ শতাংশ নগদ অর্থাৎ ১ টাকা করে নগদ লভ্যাংশ দেবে। বাকি ৬৩ পয়সা কোম্পানির অন্যান্য খাতে ব্যয় করবে। এর আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫১ পয়সা। সেই বছরও শেয়ারহোল্ডারদের এক টাকা করে নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানির মুনাফা বাড়লেও লভ্যাংশের পরিমাণ বাড়েনি।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৫ জুন। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মে বিকেল ৩টায় এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ মে। বিদায়ী বছরের ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৯ পয়সা। আজ কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না। লেনদেনের শুরুতে শেয়ারটির মূল্য ছিল২৩ টাকা ৭০ পয়সা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৮কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৫৮১টি।