05/11/2025
Aminul Islam
2023-07-16 17:49:30
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তার লক্ষ নির্ধারণ করেছে। ২০৪০ সালে কোথায় পৌঁছতে চায় তা আমাদের জানা। সেই লক্ষে পৌঁছতে হলে আমাদের এলডিসি গ্রাজুয়েশন বুঝতে হবে। যারা বুঝেন তাদেরকে আগামী দিনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির(এফবিসিসিআই) নেতৃত্বে আনেন। শুধু নির্বাচনের সময় নানা ধরনের মুখরোচক গল্প এবং গিফট পেয়ে ভুলে যাবেন না। গিফট খান খাবেন কোন সমস্যা নেই কিন্তু ভোট দেবেন যথাযথ জায়গায়। বিপদে আপদে যারা আপনাদের পাশে থাকেন তাদেরকে আপনার ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কারণ আগামী দিনে আমাদের অর্থনীতির সাইজ হবে ট্রিলিয়ন ডলার। ট্রিলিয়ন ডলারের জার্নিতে নেতৃত্ব দিতে পারেন এমন ব্যক্তিদের এফবিসিআই পরিচালনা পর্ষদে পাঠাবেন।
এফবিসিসিআই’র আসন্ন নির্বাচন উপলক্ষে গতকাল ঢাকা চেম্বার আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার সামির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়, চট্টগ্রাম চেম্বারের সভাপতি এবারের এফবিসিসিআই’র সভাপতি প্রার্থী মাহবুবুল আলম. এফবিসিসিআই’র সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এম এ সাত্তার, মাববুবুর রহমান, আফতাব উল ইসলাম, এম এ মোমেন, আসিফ ইব্রাহীম, আবুল কাশেম খান, রিজওয়ান রাহমান বক্তব্য রাখেন।
জসিম উদ্দিন বলেন, আমরা এফবিসিসিআই’র সাবেক সভাপতিরা ঠিক করেছি এবার এফবিসিসিআই প্রেসিডেন্ট হবে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি এসোসিয়েশন গ্রুপে একটি প্যানেল ঘোষণা করবেন। আশা করছি আপনারা সেই প্যানেলের সবাইকে বিজয়ী করে তার হাতকে শক্তিশালী করবেন।