05/09/2025
Aminul Islam
2023-07-19 17:35:52
মোহাম্মদ হোসেন:সম্মিলিত ব্যবসায়ি পরিষদকে বিজয়ী না করলে আগামীতে এফবিসিসিআই’র র্নিবাচন যাদুঘরে চলে যাবে । আপনাদের ভোটের অধিকার আদায়ে আমরা কাজ করিছি। এখান আপনাদের কাছে আমাদের দাবি আপনারা আপনাদের ভোটাধিকারের সম্মান দেখাবেন। যাদের কারণে নির্বাচন হচ্ছে তাদেরকে ভোট দিবেন। আপনারা ফেডারেশনে চাঁদা দেন, ফি দেন কিন্তু প্রাপ্য সম্মানটুকু পান না । আমরা নির্বাচিত হলে সকল কিছুর সমন্বয় হবে,ব্যবসায়ীরা যেন সম্মানজনক জায়গায় থাকতে পারে সেই চেষ্টা করা হবে। সোমবার (১৭ জলাই) রাতে পুরান ঢাকায় কারা কনভেনশন সেন্টারে সম্মিলিত ব্যবসায়ি পরিষদের এক নির্বাচনী প্রচারণা সভায় পরিষদের আহ্বায়ক মীর নিজাম উদ্দিন আহমেদ এসব সকথা বলেন। ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ( এফবিসিসিআই) নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের উদ্যেগে সোমবার রাতে পুরান ঢাকার কারা কনভেনশন সেন্টাওে আয়োজিত নির্বাচনী প্রচারনা সভায় পুরান ঢাকার ব্যবসায়িদেও এক মিলন মেলায় রুপ নেয়। হাজ্বী মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, স্থানীয় ওয়াড কাউন্সিলর তামিম আজিজ, সম্মিলিত ব্যবসাইয় পরিষদের পরিচালক পদ প্রার্থী মুনতাকীম আশরাাফ,নিজাম উদ্দীন রাজেস, বিএম শোয়েব,শহীদুল হক মোল্লা, শাহজাহান মজুমদার, হাজ্বী মোঃ গোলাম মাওলা, তৌফিক এহসান এবং ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান ভূঞা।
জুয়েল বলেন, সবাই চিন্তা ভাবনা করে ভোট দিবেন,যোগ্য ব্যাক্তি খুঁজেনিবেন,সবাই সচেতন, যোগ্যতা দেখে ডিজিশান নিবেন। ব্যবসায়ী ঐক্য পরিষদে নেতা বলেছেন আমাদের ২/৩ জন পাস করবে। আপনারা ভোট দিয়ে প্রমাণ করবেন, কোন রক্ত চক্ষুকে ভয় পাবেন না। সময় এসেছে প্যানেলকে বিজয়ী করার। আপনারা আমাদের নির্বাচিত করে পাঠান। কর্পোরেটদে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন।