05/09/2025
Aminul Islam
2023-07-20 18:33:06
নিজস্ব প্রতিবেদক: কারো বিরুদ্ধে বক্তব্য দেয়া ঠিক নয়।আজকে নির্বাচনের যে পরিবেশ বিরাজ করছে তার জন্য নিরলস ভাবে কাজ করেছেন এফবিসিসিআইএর বর্তমান সভাপতি মে. জসিম উদ্দীন। সাথে আমি ছিলাম। আমাদের জোর প্রচেষ্টা ছিল এফবিসিসিআই পরিচালক সিলেকশান নয় ইলেকশানের মাধ্যমে নির্বাচীত হয়ে আসতে হবে। নানা বাধা বিপত্তির মধ্যদিয়ে সেই প্রচেষ্টা সফল হয়েছে।তারই ধারাবহিকতায় আজ আমরা এফবিসিসিআই নির্বাচনটাকে উৎসবে পরিণত করতে পেরেছে। নির্বাচন শেষে আমরা সবাই এক। কাজেই আমরা একে অন্যের নামে মিথ্যা, বানোয়াট বলে নির্বাচনের পবিবেশ ঘোলোটে করা কারই কাম্য নয়।মঙ্গলবার (১৪ জুলাই) হোটেল ফার্সে ব্যবসায়ি ঐক্য পরিষদের এক নির্বাচনী মত বনিময় সভায় এসব কথা বলেন এফবিসিসিআই’র সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ আলী। তিনি আরো বলেন, দিন দিন নির্বাচনী আইন কঠিন হয়ে আসছে। আপনরা প্রতিবছর ডিরেক্টর হয়ে আসতেছেন আগামীতে এই আইন না ও থাকতে পারে।নির্বাচন করার সবার অধিকার আছে তবে কারো বিরুদ্ধে শ্লোগান দেওয়া ঠিক হবে না।
সভায় ড. বি এম দুলাল বলেন,বর্তমানে ট্যাক্স, ভ্যাট বিষয়ে যেসব নতুন নতুন আইন তৈরী হচ্ছে তাতে দেখা যাচ্ছে প্রতি মাসে ব্যবসায়ীদের ট্যাক্স দিতে হবে। প্রত্যেক ব্যবসায়ীকে ট্যাক্স, ভ্যাট হিসেবের জন্য একজন করে হিসাবরক্ষক নিয়োগ করতে হবে। প্রধানমন্ত্রীর নজরে নেয়োর জন্য।
পীর মোহাম্মদ তার বক্তব্যে বলেন,নতুন যারা ব্যবসায়িক নেতৃবন্দ নির্বাচিত হবেন আপনারা প্রথমে আমাদের ভ্যাট, ট্যাক্স বিষয়ে সমস্যার সমাধান করবেন।এখন প্রত্যেক এসোসিয়েশন থেকে ৫ জন করে সদস্য নেওয়ার এই পক্রিযাকে পরিবর্তন করে প্রত্যেক এসোসিয়েশন থেকে 10 জন করেসদস্য নেওয়ার দাবি জানান তিনি।