05/11/2025
Anisur rahman
2023-08-03 20:01:08
নিজস্ব প্রতিবেদক : ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম বলেছেন, আমি ১০ বছর চট্টগ্রাম চেম্বারের সভাপতি ছিলাম। কোনো দিনই এই চেয়ারকে ব্যবহার করে কোনো ব্যবসা করিনি। আমি ঘোষণা দিচ্ছি এফবিসিসিআই’র সভাপতির চেয়ারকে ব্যবহার করেও কোনো ব্যবসা করতে চাই না। এখানে এসেছি ব্যবসায়ীদের সেবা করার জন্য। আমি আগামী দু’বছর আপনাদের সন্তান হিসেবে ব্যবসায়ীদের সেবা দিতে চাই। এই বোর্ডে যারা আছি সকলেই আমরা একটা পরিবার। এখানে কোন দ্বিধা-দ্বন্দ্ব থাকবে না। আজ থেকে আমরা সবাই এক।
তিনি জানান, আগামী দু বছর বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজকে তুলে ধরতে কাজ করবেন। এছাড়া বর্তমান ধারা অব্যহত রাখতে ২০২৪ সালে বিজনেস সামিটের আয়োজন করবেন। এফবিসিসিআই’র সভাপতি নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।