04/04/2025
Anisur rahman
2023-08-09 18:23:12
নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ’র ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এটি অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান (কচি)।
সভায় ২০২১-২২ সালের নিরীক্ষিত হিসাব বিবরণী পাস হয়। একই সঙ্গে ২০২২-২৩ সালের বাজেট অনুমোদন হয়। এসময় উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক এবং পোশাক শিল্পের সাধারণ সদস্যরা।