07/16/2025
Anisur rahman
2023-08-28 18:04:31
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ নাম পরিবর্তন এবং প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ব্যাংকটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। সোমবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, কোম্পানিটির ইজিএম আগামী ২৯ অক্টোবর বিকাল ৪টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
ব্যাংকটি ’মিডল্যান্ড ব্যাংক লিমিটেড’ নাম পরিবর্তন করে ’মিডল্যান্ড ব্যাংক পিএলসি’ নাম রাখবে। ব্যাংকটি স্বংঘ স্বারক সংশোধন করে নাম পরিবর্তন করতে পারবে। মিডল্যান্ড ব্যাংক আরও জানায়, ব্যাংকের আইপিও অব্যবহৃত ৪৬ লাখ ৭৩ হাজার ৯৭৬ টাকা সরকারি শেয়ার কেনার কাজে বিনিয়োগ করতে চায়। আগামী এক মাসের মধ্যে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে আইপিওর অর্থ ব্যবহার করতে পারবে কোম্পানিটি।