05/11/2025
Anisur rahman
2023-09-12 18:28:27
বিজনেস ওয়াচ ডেস্ক : সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংক লিমিটেড বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বিভাগের দরিদ্র ও গৃহহীন মানুষের মাঝে গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ করছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের জোটপুকুরিয়া শাখার মাধ্যমে গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ করেন সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের লালদিঘী শাখার প্রধান এসভিপি মো. আরফান আলী এবং কাঞ্চনা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ শফি। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।