05/09/2025
Anisur rahman
2023-09-18 19:35:07
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি চলতি বছরের অর্ধবার্ষিকী (২৩ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ২২ মার্চ, ২০২৪) পর্যন্ত সময়ের জন্য কুপন রেট ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের বাৎসরিক ১০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বন্ডটির ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।
কুপন রেট ঘোষণা করলেও এই মুনাফা প্রাপ্তিতে যোগ্য বন্ডহোল্ডার নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেট এখনো ঘোষণা করা হয়নি। জানা গেছে, সোমবার পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না। ২০২২ সালের ২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর ও একই বছরের ২৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২২ মার্চ পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট হারে মুনাফা বিতরণ করায় করপোরেট বন্ডটিকে লেনদেনের জন্য ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।