05/09/2025
Anisur rahman
2023-09-21 12:25:57
নিজস্ব প্রতিবেদক : আইবিসিএফ-এর টাস্ক কমিটির ৪০তম সভা গত ১৭ সেপ্টেম্বর বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আইবিসিএফ-এর টাস্ক কমিটির চেয়ারম্যান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন।
সভায় ইসলামিক ব্যাংকিং বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিসিএফ-এর উপদেষ্টা স্ট্যান্ডার্ড ব্যাংক লি.-এর চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, আইবিসিএফ-এর ভাইস চেয়ারম্যান এ কে এম নূরুল ফজল বুলবুল, সোশ্যাল ইসলামী ব্যাংক লি.-এর ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, যমুনা ব্যাংক লি.-এর অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান সরকার, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. ফরিদউদ্দিন আহমেদ এবং এনআরবি এবং এনআরবিসি ব্যাংক-এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।
আইবিসিএফ-এর টাস্ক কমিটির সদস্যদের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, শাহজালাল ইসলামী ব্যাংক লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দিন আহমেদ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিসিএল-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন।