05/09/2025
Anisur rahman
2023-09-26 13:02:21
নিজস্ব প্রতিবেদক : দেশের দ্বিতীয় বৃহত্তম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) শেয়ারহোল্ডারদের পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির সর্বশেষ বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সিএসইর তথ্য মতে, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৪ পয়সা। যা ২০২২ সালে ছিল ৬১ পয়সা। তাতে ২০২২ সালে তুলনায় ২০২৩ সালে মুনাফা কমেছে সিএসইর। পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছ ১৮ অক্টোবর। ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ১ পয়সা। যা আগের বছর ১১ টাকা ৯৬ পয়সা।