04/04/2025
Anisur rahman
2023-11-02 13:48:22
বিজনেস ওয়াচ ডেস্ক : মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডারদের প্রথম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারপারসন নিলুফার জাফরউল্লাহ। সাধারণ এবং প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার ১ম বিশেষ সাধারণ সভায় ভার্চুয়ালি অংশ নেন।
সভায় ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা, নিরীক্ষক এবং ইন্ডিপেন্ডেন্ট স্ক্রটিনাইজার বিশেষ সাধারণ সভার মূল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জহিরুল ইসলাম, এফসিএ এবং কোম্পানি সচিব খালিদ মোহাম্মদ শরীফ, এফসিএস বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন।