04/18/2025
Aminul Islam
2017-05-09 20:52:32
বিওয়াচ প্রতিবেদক: শিল্পপতি ব্যবসায়ীদের ন্যায্য চাহিদা পূরণের জন্য চাই যোগ্য নেতৃত্ব। প্রতিকূল অবস্থা সত্ত্বেও ব্যবসায়ীদেরকে যোগ্য নেতৃত্ব বেছে নিতে হবে, বললেন এসএমই ওনার্স এ্যাসোসিয়েশন সভাপতি ও এফবিসিসিআই আসন্ন নির্বাচনে ব্যবসায়ি ঐক্য ফোরামের অন্যতম প্রভাবশালী পরিচালক পদ প্রার্থী মো: আলি জামান । তিনি দীর্ঘ দিন যাবৎ এফবিসিসিআই’র জেনারেল বডি ইউনিটি ফোরামের মাধ্যমে তাদের ভোটের অধিকার আদায়সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছিলেন। তিনি বিজনেস ওয়াচকে দেয়া এক স্বাক্সঅতকাওে বলেন, শিল্পপতি ব্যবসায়ীদের এ্যাপেক্স বডি হল এফবিসিসিআই। এফবিসিসিআই এর প্রেসিডেন্ট, ভাইস- প্রেসিডেন্ট এবং পরিচালনা বোর্ডকে তাই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।
ব্যবসায়ী নেতা মো: আলী জামান এফবিসিসিআই এর কাজ সম্পর্কে বলেন, দেশের শিল্প-বানিজ্যনীতি, শিল্প এবং বানিজ্য সম্পর্কিত আইন কানুন তৈরীতে ব্যবসায়ীদের স্বার্থ যাতে সংরক্ষিত হয় তার জন্য সুপারিশ করা। সেগুলো যাতে বাস্তবায়িত হয় তার জন্য নিয়মিত মনিটরিং করা। জাতীয় বাজেট তৈরীতে বিশেষ করে আমদানি শুল্ক, আয়কর, ভ্যাট-ট্যাক্স এবং বিভিন্ন ফি ধার্য্যে সুপারিশ করা। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি রক্ষায় ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে দায়িত্ব পালন করা। দেশে এবং বিদেশে বিভিন্ন সভা সমিতিতে প্রতিনিধিত্ব করে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা করা। আন্তর্জাতিক নীতিমালা যেমন, ডাব্লিউ.টিও’র বিধিবিধান মেনে ও জাতীয় স্বার্থ সংরক্ষণে যথাযথ ভুমিকা পালন করা।
তিনি আরো বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যে চারটি প্রেশার গ্রুপ কাজ করে। গ্রুপগুলো হলো গ্রুপ অব ব্যুরোক্রাটস্, গ্রুপ অব বিজনেস কমিউনিটি, গ্রুপ অব প্রফেশনালস্ এবং ট্রেড ইউনিয়ন সমূহ। দেখা যাচ্ছে, বিদ্যমান প্রেশার গ্রুপগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রুপ অব বিজনেস কমিউনিটি তথা দেশের শিল্পপতি-ব্যবসায়ী সমাজ। তার মধ্যে অন্যতম গ্রুপ অব বিজনেস। প্রেশার গ্রুপগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রুপ অব বিজনেস কমিউনিটি অর্থাৎ দেশের শিল্পপতি ব্যবসায়ী সমাজ। এই ব্যবসায়ী সমাজই বিভিন্ন প্রকারের কর দিয়ে সরকারের সিংহভাগ রাজস্বের যোগান দেয়। তাই ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে তাদের ন্যায্য দাবী ও চাহিদার পূরণ অবশ্যই প্রত্যাশা করতে পারে।
কিন্তু বিগত বছরগুলোতে ব্যবসায়ীদের ন্যায্য দাবীগুলি যথাযথভাবে আদায় সম্ভব হচ্ছে না। বিশেষ করে ভ্যাট-ট্যাক্স, ট্রেড লাইসেন্স এবং ব্যবসা পরিচালনার ফি একতরফাভাবে ধার্য করে চলেছে সরকার। ব্যবসায়ীদের পক্ষে এর কতটুকু প্রতিপালন সম্ভব তা মোটেই বিবেচনায় নেয়া হচ্ছে না। দেশ পরিচালনার জন্য যেমন সরকারের রাজস্ব প্রয়োজন, সেই সাথে অবশ্যই সরকারকে বুঝতে হবে শিল্পপতি ব্যবসায়ীরা কি চায় বলে উল্লেখ করেন এই ব্যবসায়ী নেতা। এসব সমস্যা সমাধানের পথ বের করতে যোগ্য নেতৃত্বের কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।