04/04/2025
Aminul Islam
2017-07-08 16:32:48
বিজনেস ওয়াচ ডেক্স: ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে বসতি ঘাটতি জোরালো হওয়ায় প্রথমবারের মত বসতি নির্মাণের পরিকল্পনা নিয়েছে ফেসবুক। শুক্রবার সদর দপ্তরের নিকটে ১৫০০ বসতি নির্মাণের পরিকল্পনা নিশ্চিত করেছে ফেসবুক কর্র্তৃপক্ষ।
বিগত দশকে প্রযুক্তি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান অগ্রগতি ও কর্মী বৃদ্ধির জন্য সান ফ্রান্সিসকো বে প্রস্তুত না থাকায় বসতির দাম এবং অভ্যন্তরীণ যাতায়াতের সময় বেড়ে গেছে। এজন্য দীর্ঘ যাতায়াতে কর্মীদের জন্য ইন্টারনেট ব্যবস্থা সম্বলিত বাস সরবরাহ করছে কোম্পানিগুলো। এর পাশাপাশি কর্মীদের অফিসের কাছে বসতি নেওয়ার জন্য ১০ হাজার ডলার প্রদান করছে ফেসবুক।
ফেসবুক জানায়, তারা একটি প্রযুক্তি গ্রাম নির্মাণ করবে- যার মধ্যে ১৭.৫ লক্ষ বর্গফুট অফিস স্পেস এবং ১.২৫ লক্ষ বর্গফুট বাড়তি স্থান থাকবে। হাউজিং ইউনিট শুধু কর্মীদের নয়, সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এর মধ্যে ১৫ শতাংশ ইউনিট বাজার দামের কমে প্রদান করা হবে বলে জানায় কোম্পানিটি।
ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট জন টেনানস এক বিবৃতিতে বলেন, ‘আমরা একটি আঞ্চলিক কেন্দ্র তৈরি করতে চাই, যা দীর্ঘস্থায়ী সাম্প্রদায়িক সেবা প্রদান করে।’
এই পরিকল্পনা বাস্তবায়নে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। রয়টার্স