04/04/2025
Aminul Islam
2017-07-08 16:46:15
বিজনেস ওয়াচ প্রতিবেদক:অবচয় সুবিধা কমিয়ে দেয়ায় বাড়ছে রিকন্ডিশন্ড গাড়ির দাম। আমদানিকারকরা জানান, এতে গাড়ি ভেদে বাড়তি দিতে হবে ৯০ হাজার থেকে ৯ লাখ টাকা পর্যন্ত। পাশাপাশি আশংকা দেখা দিয়েছে অপেক্ষাকৃত নিম্নমানের গাড়ি আমদানির।
এরই মধ্যে এ বিষয়ে নতুন প্রজ্ঞাপনও জারি করেছে জাতীয় রাজস্ববোর্ড- এনবি আর। ক্রেতাদের কথা বিবেচনা করে দীর্ঘমেয়াদী কর ব্যবস্থাপনার ওপরও জোর দেন রিকন্ডিশন গাড়ি আমদানিকারকরা।
বাংলাদেশের রাস্তায় চলা অধিকাংশ গাড়িই বিদেশে ব্যবহৃত হয়ে এদেশে আসে। এ জন্য এসব গাড়িকে রিকন্ডিশন্ড বলা হয়। নতুন গাড়ি ব্যবহারের পর এর দক্ষতা কমে যায় বলে এসব গাড়িকে অবচয় সুবিধা দেয় সরকার। এর ফলে গাড়ির দাম কমে।
রিকন্ডিশন্ড গাড়ির অবচয় সুবিধা বিষয়ে নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবি আর। এতে আগের চেয়ে কমিয়ে দেয়া হয়েছে অবচয় সুবিধা। এর মানে রিকন্ডিশন্ড গাড়ির দাম কমে যাবে আগের চেয়ে।
এক বছরের বেশি, তবে দুই বছরের কম বয়সী গাড়ি আমদানিতে আগে অবচয় সুবিধা পাওয়া যেতো ৩০ শতাংশ, এখন তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। দুই বছরের বেশি, তবে তিন বছরের কম বয়সী গাড়ির ক্ষেত্রে অবচয় সুবিধা ৩৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ২৫ শতাংশ। আর চার ও পাঁচ বছরের ক্ষেত্রে অবচয় সুবিধা ৪৫ শতাংশ কমিয়ে করা হয়েছে ৪০ শতাংশ।
রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকরা বলছেন, দাম বাড়ার ফলে, কমে যাবে গাড়ি বিক্রি। এতে রাজস্ব আদায়ও কমে যাবে সরকারের।
ক্রেতাদের কথা বিবেচনা করে, বাজার স্থিতিশীল করতে দীর্ঘমেয়াদী কর ব্যবস্থাপনা ঠিক করার ওপর জোর দিলেন তারা।