04/04/2025
Aminul Islam
2017-07-24 19:06:15
বিজনেস ওয়াচ ডেক্স :যারা 'সন্ত্রাসবাদ' ছড়িয়ে দেয় কিংবা এসব ভিডিও যারা দেখতে চান তাদের ক্ষেত্রে কঠোর হচ্ছে ইউটিউব।জনপ্রিয় এই সাইটটি বলছে, এখন তারা এসব ভিডিও দেখাবে না এবং যারা 'সহিংস জঙ্গী প্রপাগান্ডা'র মতো বিষয় খুঁজবে তাদেরকে 'পুনর্নিদেশনা' দিয়ে এমন সব ভিডিও দেখানো হবে যেগুলোতে সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে।
এই ক্ষেত্রে বিশেষ করে যারা ইসলামিক স্টেটের মতো জঙ্গী গোষ্ঠীর বিষয়ে 'সার্চ' করবে তাদেরকে এমন কিছু ভিডিওতে নিয়ে যাওয়া হবে যেখানে এসব চরমপন্থি গোষ্ঠীকে নিয়ে প্রচলিত ধারণা পরিবর্তনের চেষ্ট করা হয়েছে।
ইউটিউব বলছে লোকজনকে জঙ্গী মতাদর্শ থেকে দূরে রাখার কাজে তারা সহায়তা করতে চায়। ইসলামিক স্টেটের প্রপাগান্ডা তাদের সাইটে আপলোড করা তাদের সাইট ব্যবহারের শর্তাবলীর বিরোধী, বলছে ইউটিউব।
ইসলামিক স্টেটের বিরুদ্ধে যেসব ভিডিও ইউটিউবে পাওয়া যাবে সেগুলিতে ইসলামিক স্টেটের 'প্রকৃত' অবস্থা তুলে ধরা হয়েছে এবং ইসলামী আলেমদের দিয়ে প্রকুত তথ্যও তুলে ধরা হয়েছে।
এছাড়া, ইসলামিক স্টেট থেকে পালিয়ে আসা লোকজনের কথাও রয়েছে অনেক ভিডিওতে। যেমন, একটি ভিডিওতে দেখানো হয়েছে একজন বৃদ্ধা মহিলা দুই আইএস জঙ্গীকে চ্যালেঞ্জ করে তাদের 'আল্লাহর পথে' ফিরে আসার আহ্বান জানাচ্ছেন।
তবে, শুরুতে তারা কেবল ইংরেজীতে এই 'রিডিরেক্ট' প্রকৃয়া চালু করা হলেও পরবর্তীতে আরবী সহ অন্যান্য ভাষাতেও এই সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছে ইউটিউব। সূত্র: বিবিসি