04/04/2025
Aminul Islam
2018-10-28 12:34:06
বিজনেস ওয়াচ প্রতিবেদক: দেশের সর্ববৃহৎ ও প্রাচীন বাণিজ্য সংগঠন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র ৬০-বছর পূর্তি উপলক্ষে “ডেস্টিনেশন বাংলাদেশ” শীর্ষক একটি আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর ব্যবসা-বাণিজ্য এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়াদির উপর আরো ৭টি থিমেটিক সেশন অনুষ্ঠিত হবে, যেখানে দেশি-বিদেশি গবেষক, বাণিজ্য বিশ্লেষকবৃন্দ আলোচক এবং মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত থেকে নিজেদের পর্যবেক্ষন ও মূল্যায়ন উপস্থাপন করবেন। এ বাণিজ্য সম্মেলন উপলক্ষে একই ভেন্যুতে ডেস্টিনেশন বাংলাদেশ ফেয়ার শিরোনামে একটি বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় ৩৫টির মত প্রতিষ্ঠানে নিজেদের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে। সম্মেলনের থিমেটিক সেশন সমূহ হলোঃ গেটওয়ে টু গ্রোথ অ্যান্ড ইনভেস্টমেন্ট, এসডিজি বাংলাদেশ, ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশ , প্রাইভেট সেক্টর এনগেইজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশ , ফিন্যান্সিং দি ফিউচার, সাসটেইনএ্যাবল জুট পাল্প পেপার অ্যান্ড জুট সেক্টর ডেভেলপমেন্ট, ইনভেস্টমেন্ট বাংলাদেশ , এফডিআই অপরচুনিটিচ এবং ইনোভেশন অ্যান্ড ডিজিটাল বাংলাদেশ ।