05/11/2025
Aminul Islam
2018-11-27 20:15:04
বিজনেস ওয়াচ প্রতিবেদক:
উন্নততর কর রাজস্ব সংস্কৃতি গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে সশস্ত্র বাহিনী বিভাগ ও কর অঞ্চল-৯ ঢাকার যৌথ ব্যবস্থাপনায় বুধবার ২৮ নভেম্বের থেকে দুদিনব্যাপী ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে শুরু হচ্ছে ‘সশস্ত্র বাহিনী আয়কর মেলা-২০১৮’।
মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির, এসইউপি, আরসিডিএস, পিএসসি বুধবার সকাল সাড়ে নয়টায় এ মেলার উদ্বোধন করবেন। এছাড়া কর অঞ্চল-৯ ঢাকার কর কমিশনার মো: মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়াউদ্দিন মাহমুদ। উল্লেখ্য, শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্যরা এ মলায় আয়কর জমা দিতে পারবেন বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মোমেন জানিয়েছেন।