04/04/2025
Aminul Islam
2019-04-29 20:03:44
বিজনেস ওয়াচ প্রতিবেদক:
দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির ই-কমার্স প্লাটফর্মের পণ্য দেশজুড়ে ডেলিভারি করবে পেপারফ্লাই। রবিশপ এবং ডিজিরেড ডটশপের পণ্যগুলো পেপারফ্লাই ৬৪ জেলায় পৌঁছে দিতে চুক্তিবদ্ধ হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের পক্ষে রবি আজিয়াটার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শওকত কাদের চৌধুরী এবং পেপারফ্লাইয়ের চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ চুক্তিতে সাক্ষর করেন। এ অনুষ্ঠানে রবির ডিজিটাল সার্ভিস ম্যানেজার আদনান ফিরোজ, ইনোভেশন স্পেশালিষ্ট মোহাম্মদ রিয়াদ আরেফিন শুভ এবং পেপার ফ্লাইয়ের জেনারেল ম্যানেজার ইশতিয়াক আহসান উপস্থিত ছিলেন।