04/04/2025
Aminul Islam
2019-05-06 19:54:59
বিজনেস ওয়াচ প্রতিবেদক:
শিক্ষার্থীদের উদ্যোক্তা করতে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজন করলো ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চ্যাপ্টার ওয়ান'। গত ৪ এপ্রিল থেকে ৬এপ্রিল দুই দিন ওয়ার্কশপের আয়োজন করা হয়। কোন দুর্দান্ত স্টার্ট আপ যেন আর্থিক ও কারিগরী সহায়তার অভাবে ঝড়ে না পড়ে তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে আইডিয়া প্রকল্প। এজন্য এ আয়োজন করে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এতে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, আইইউবি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অংশগ্রহন করে । আইডিয়া প্রজেক্টের মূল কাজ দেশ গঠনে উদ্যোগী তরুণ-তরুণীদের সহায়তা করা। তাদের উদ্যোগগুলোর জন্য পরামর্শ সেবা, অর্থ সেবা, অফিস সেবার ব্যবস্থা সহ অন্যান্য যাবতীয় সহায়তা করা। বছরে কমপক্ষে দুবার করে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে আইডিয়া প্রজেক্টের। ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাধিক দল এই প্রজেক্ট এ অংশগ্রহন করছে।
উল্লেখ্য সরকারের আইসিটি বিভাগের ‘ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমি’ (আইডিয়া) প্রজেক্ট এবং দেশের সর্ববৃহৎ তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলার যৌথ উদ্যোগে দেশ গঠনে তরুণদের উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ প্রজেক্ট শুরু হয়। গত ৮ মার্চ আইসিটি টাওয়ারে কেন্দ্রীয় সমন্বয় কর্মশালায় তার উদ্বোধন ঘোষণা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।