04/04/2025
Aminul Islam
2019-05-06 20:25:16
বিজনেস ওয়াচ প্রতিবেদক:
সাকো ওয়াচ বাংলাদেশে বিশ্বখ্যাত হাতঘড়ির ব্রান্ড ওমেগা বুটিক এর নতুন শোরুম খুলেছে। রোববার সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের নিচতলায় ওমেগা বুটিক এর সুপরিসর শোরুমটি উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, সাকো ওয়াচ কোম্পানির চেয়ারম্যান এম আতিকুর রহমান বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী, এ্যাম্বাসেডর জামিল, বিশিষ্ট ব্যবসায়ী মোহা. ডাবলু চৌধুরী, লাভলু প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ওমেগা বুটিক শোরুম এমন একটি হাতঘড়ির দোকান, যেখানে আগ্রহী ক্রেতারা ওমেগার সব মডেলসহ বিশ্বখ্যাত অন্যান্য ব্রান্ড যেমন বুমেমার্সার, রেমন্ডউইল, মন্টব্লাঁ, অরিয়েন্ট, রোমার, পিয়েরেলাইনার ক্রয় করতে পারবেন। বিশাল শোরুমটিতে রয়েছে ক্রেতাদের বসার জায়গা, ডিসপ্লে সেন্টার, মেরামত সেন্টার এবং অফিস। অর্থাৎ এক স্থানে বসেই একজন গ্রাহক সকল সেবা নিতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বিজনেস ওয়াচ সরকার ব্যবসা বান্ধব। তাই কর পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা এখন আরামে ব্যবসা করতে পারছেন। তিনি দেশে ঘড়ির ফিতা বা অন্যান্য যন্ত্রাংশ উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য সাকো ওয়াচসহ ঘড়ি ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম বলেন, এই শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে একটি আন্তর্জাতিক ব্রান্ডের আগমন ঘটলো। সাকো চেয়ারম্যান এম আতিকুর রহমান বলেন, ব্রিটিশ আমল থেকে বংশানুক্রমিকভাবে তাদের পরিবার ঘড়ির ব্যবসা করে আসছে। তার প্রপিতামহের হাত ধরে তার বাবা এবং পরে তিনি এ ব্যবসার হাল ধরেছেন। তাঁর পরবর্তী প্রজন্মও ইতোমধ্যে এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে। শতবর্ষের বেশি সময় ধরে সাকো মানুষকে মানসম্মত ঘড়ি সরবরাহ ও মেরামতের চাহিদা পূরণের মাধ্যমে সেবা করে আসছে। ওমেগা বুটিক সেই ধারাবাহিকতারই ফল।