04/08/2025
Aminul Islam
2019-12-12 05:44:57
বিজনেস ওয়াচ প্রতিবেদক: ২০৩০ সালের মধ্যে ২০ হাজার একর জমিতে ৫০টি নতুন শিল্প নগরী স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়ে বিসিক কাজ করছে। আজ রাজধানীর একটি বেসরকারি হোটেলে ‘এসএমই নীতিমালা ২০১৯’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠানে তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের ভেতর থেকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করার আহবান জানিয়ে বলেন, এ বিষয়ে বাংলাদেশ ক্ষদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ও এসএমই ফাউন্ডেশনকে আরও তৎপর হতে হবে।
শিল্প মন্ত্রণালয়, ইউরোপিয় ইউনিয়নের প্রিজম প্রকল্প ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভলপমেন্ট (বিল্ড) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। শিল্পসচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিসিকের চেয়ারম্যান মোশ্তাক হাসান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম, শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদ এবং প্রিজম প্রকল্পের টিমলিডার আলী সাবেত। বিল্ড’র প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের অংশ হিসেবে নতুন প্রযুক্তি হস্তান্তর করে দেশীয় মাঝারি, ক্ষদ্র ও কুটির শিল্পসমূহকে আধুনিক করা হবে। ক্ষদ্র উদ্যোক্তারা যাতে যুগোপযোগী প্রশিক্ষণ এবং পর্যাপ্ত আর্থিক সহায়তা পেতে পারেন, সেজন্য এসএমই নীতিমালা ২০১৯এর আলোকে প্রয়োজনীয় কর্মসূচী বাস্তবায়ন করা হবে। উদ্যোক্তারা যাতে কোনভাবে হয়রানির শিকার না হন সেজন্য সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামীতে দেশের প্রতিটি উপজেলায় অকৃষি জমিতে শিল্প নগরীতে স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।
মূল প্রবন্ধ উপস্থাপনায় ফেরদৌস আরা বেগম বলেন, ‘এসএমই নীতিমালা ২০১৯’-এর উদ্দেশ্য বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় সামনে থেকে নেতৃত্ব দিবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। তিনি এসএমই নীতিমালার লক্ষ্য ও অভিলক্ষ্য অর্জনে বাস্তবায়ন কৌশলে আঞ্চলিক সহযোগিতা ও দর কষাকষির সক্ষমতা অর্জনের বিষয়টি অন্তর্ভুক্ত করার আহবান জানান। তিনি প্রশিক্ষনের জন্য নির্ধারিত প্রতিষ্ঠানসমূহের প্রশিক্ষণ কার্যক্রমে যাতে কোনরূপ ওভারল্যাপিং না হয় সে বিষয়ে সজাগ থাকার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
শিল্প সচিব বলেন, রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ অর্জনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ‘এসএমই নীতিমালা ২০১৯’ প্রণয়ন করা হয়েছে। জনবহুল দেশ হিসেবে ব্যাপক কর্মসংস্থান সৃজনে মাঝারি, ক্ষদ্র ও কুটির শিল্পের উন্নয়ন অপরিহার্য। নীতিমালার সময়াবদ্ধ কর্মকৌশলসমূহ বাস্তবায়নে সকল অংশীজনকে নিজ নিজ দায়িত্ব নির্ধারিত সময়ের মধ্যে সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেন শিল্প সচিব।
বিসিকের চেয়ারম্যান বিভিন্ন এলাকার সম্ভাবনাময় শিল্পের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে বলেন, ২০৩০ সালের মধ্যে ২০ হাজার একর জমিতে ৫০টি নতুন শিল্প নগরী স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়ে বিসিক কাজ করছে। দেশীয় শিল্পের উন্নয়নে প্রযুক্তি হস্তান্তরের সুযোগকে প্রসারিত করতে শিল্প নগরীসমূহে বিদেশি বিনিয়োগ আনতেও বিসিক কাজ করছে বলে তিনি জানান।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম বলেন, ‘এসএমই নীতিমালা ২০১৯’-এ অনগ্রসর জনগোষ্ঠীকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে হয়েছে।