04/17/2025
নিজস্ব প্রতিবেদক:
2017-02-12 04:14:28
জানা গেছে, ২শ’ কোটি টাকার এ তহবিলের উদ্যোক্তার অংশ ২০ কোটি টাকা এবং বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা রয়েছে ১৮০ কোটি টাকা। শেয়ার বিক্রি করে এ টাকা সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে নেয়া হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনস। আর ট্রাস্টি ও কাস্টডিয়ান সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি। জানা গেছে, ব্যাংকিং খাতে সবচেয়ে শক্তিশালী এ প্রতিষ্ঠানটি এতদিন শেয়ারবাজারে তত বেশি সক্রিয় ছিল না। কিন্তু মিউচুয়াল ফান্ডের অনুমোদন পাওয়ায় শেয়ারবাজারে তাদের সম্পৃক্ততা বাড়বে।