টোয়াব নির্বাচনে কনাশাস রিলায়েন্স ফোরামের জয়
Published: 2022-05-31 22:31:58 BdST, Updated: 2024-10-12 16:08:46 BdST
নিজস্ব প্রতিবেদক: দেশের পর্যটন খাতে ট্যুর পরিচালনাকারী সবচেয়ে বড় সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর দ্বিবার্ষিক নির্বাচনে ‘কনাশাস রিলায়েন্স ফোরাম’ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে। ২০২২- ২৪ মেয়াদে এই নির্বাচনে পরিচালক পদে ৪১ জন প্রার্থী তিনটি আলাদা প্যানেলে নির্বাচন করে। এর মধ্যে কনাশাস রিলায়েন্স ফোরাম পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়। নির্বাচিত ১৪ জন পরিচালক হলেন: শিবলুল আজম কোরেশী, সাহেদ উল্লাহ, মনিরুজ্জামান মাসুম, সোহানুর রহমান স্বপন, আনোয়ার হোসেন, এ রউফ, ইউনুস, মানসুর আলম পারভেজ, ইব্রাহিম খলিল, নুরুজ্জামান সুমন, এস এম বিল্লাল হোসেন সুমন, আবুল ফয়সাল মো: সাঈম, সাইফুল ইসলাম, সজিব। এই পরিচালকরা পরবর্তীতে বৈঠক করে সংগঠনের সভাপতিসহ অন্যান্য পদ নির্ধারণ করবেন। রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে অনুষ্ঠিত এবারের নির্বাচনে ট্যুর পরিচালনাকারী ৪২৩ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪০১ জন
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।