শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর: অর্থমন্ত্রী


Published: 2022-06-11 04:32:22 BdST, Updated: 2024-04-19 16:42:55 BdST

নিজস্ব প্রতিবেদক : বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬,৭৮,০৬৪ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, বেশ কয়েকটি দেশে সফলভাবে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার রেকর্ড রয়েছে। ইন্দোনেশিয়ার প্রায় ৯.৩ বিলিয়ন ডলার ফিরিয়ে আনার উদাহরণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশও অবৈধভাবে অর্জিত অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্ষম হবে। বাংলাদেশ থেকে প্রায় ৬৪ হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন প্রত্যাখ্যান করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, প্রকৃত পরিমাণ যা-ই হোক না কেন, বিদ্যমান আইনে সরকার পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে। মুস্তফা কামাল আরও বলেন, বাংলাদেশ থেকে পিকে হালদারের পাচার করা টাকা ফেরত আনতে সরকার ভারতের সঙ্গে কাজ করছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজেটে জনগণের নতুন প্রত্যাশা ও সুযোগ-সুবিধার কথা বিবেচনা করা হয়েছে।
মুস্তফা কামাল বলেন, বাজেটে প্রতিটি খাতে আধুনিকায়ন ও প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।