বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডলারের কারণে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে : বাণিজ্যমন্ত্রী


Published: 2022-08-05 01:40:32 BdST, Updated: 2024-04-25 04:44:51 BdST


নিজস্ব প্রতিবেদক : নিত্যপণ্যের দামের দিক থেকে অন্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ডলারের মান ওঠা-নামার প্রভাব পড়েছে আমদানি পণ্যের ওপর। এ কারণে বিভিন্ন নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। এরপরেও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা ভালো অবস্থানে আছি। বৃহ্স্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষকে আরও সাশ্রয়ী হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও সাশ্রয়ী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় বিএনপির আন্দোলন বিষয়ে মন্ত্রী বলেন, আমরা চাই বিএনপি রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করুক। তবে কোনও অশান্তির কাজ গ্রহণযোগ্য হবে না।বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, আমরা যে কোনও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানাই। তবে আন্দোলনের নামে হিংসাত্মক কার্যকলাপের বিষয়ে সরকার কঠোর অবস্থানে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, আওয়ামী লীগ নেতা তুহিন চৌধুরী, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ প্রমুখ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।