শুক্রবার, ৬ ডিসেম্বার, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো প্রগতি ইন্ডাস্ট্রিজ


Published: 2023-06-18 03:34:40 BdST, Updated: 2024-12-06 14:32:15 BdST


নিজস্ব প্রতিবেদক : ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো প্রগতি ইন্ডাস্ট্রিজ। শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়াড ও ইনস্টিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২১ এ ট্রফি ও সনদ প্রদান করা হয়। শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এ অনুষ্ঠানের আয়োজন করে।


উল্লেখ্য, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র আওতাধীন শিল্প প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ২য় স্থান অর্জন করেছে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি মহোদয়ের নিকট হতে প্রগতি ইন্ডাস্ট্র্রিজের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ ট্রফি ও সনদ গ্রহণ করেন। এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিএসইসি ও প্রগতি ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, এফবিসিসিআইর সম্মানিত সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এনপিও মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম, বিএসইসি’র পরিচালক অর্থ অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব বদরুন নাহার এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রগতি ইন্ডাস্ট্রি রাষ্ট্রীয় শিল্প খাতে গাড়ি সংযোজনকারী একমাত্র শিল্প প্রতিষ্ঠান। স্বাধীনতা পরবর্তি সময় হতে বাস, মাইক্রোবাস, ট্রাক, মিনিট্রাক ও এ্যাম্বুলেন্স সরবরাহ করে যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে প্রগতি ইন্ডাস্ট্রিজ মিৎসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স ২০এমওয়াই, পাজেরো স্পোর্ট কিউএক্স, মিৎসুবিশি অঝঢ এসইউভি জীপ, মিতসুবিসি (এল-২০০) ডাবল কেবিন পিক-আপ, মাহিন্দ্র স্করপিও ডাবল কেবিন পিক আপ এবং বাস, মিনিবাস, ট্রাক ও মিনিট্রাক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে সুনামের সাথে বাজারজাত করছে।

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।