প্রধানমন্ত্রীর সঙ্গে এফবিসিসিআই সভাপতির সাক্ষাৎ
Published: 2023-08-31 17:38:20 BdST, Updated: 2024-09-17 20:24:32 BdST
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নতুন সভাপতি মাহবুবুল আলম। মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ করেন তিনি। এসময় তাদের মধ্যে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩-২৫ মেয়াদে এফবিসিসিআই’র সভাপতির দায়িত্ব নেওয়ায় মাহবুবুল আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এছাড়া দেশের উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকার কথা উল্লেখ করে এ খাতকে এগিয়ে নিতে এফবিসিসিআই’র প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তিনি। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশের দারিদ্র দূরীকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রীর দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।