মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এনবিএফআই দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় বেশি উপকৃত হচ্ছেন ব্যবসায়ীরা: শিল্পমন্ত্রী


Published: 2023-09-14 17:58:35 BdST, Updated: 2024-04-30 04:07:59 BdST


নিজস্ব প্রতিবেদক : শিল্পোন্নয়নে নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা এনবিএফআইয়ের ভূমিকা অনেক বেশি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, শিল্পোন্নয়নে এনবিএফআইয়ের ভূমিকা অনেক বেশি। মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় ব্যবসায়ীরা অনেক বেশি উপকৃত হচ্ছেন। এনবিএফআইকে মানুষের আস্থা অর্জন করে উদ্যোক্তাদের উৎসাহ দেয়ার জন্য কাজ করে যেতে হবে। বুধবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনব্যাপী ‘এনবিএফআই সংযোগ ২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এই ‘এনবিএফআই সংযোগ ২০২৩’। দেশে কার্যরত ১২টি এনবিএফআই তাদের সেবা নিয়ে এ সংযোগে অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এবং বিএলএফসিএ চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। যৌথভাবে এ মেলার আয়োজন করছে বণিক বার্তা ও বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)।

উদ্বোধনী বক্তব্যে এনবিএফআই প্রতিষ্ঠানের উদ্দেশে শিল্পমন্ত্রী বলেন, আজকে হোম লোন থেকে শুরু করে সব জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, বাজারভিত্তিক যেখানে প্রয়োজন পড়ছে, সেখানে আপনারা চলে যাচ্ছেন। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো পাশাপাশি এনবিএফআই প্রতিষ্ঠানগুলো বড় ভূমিকা রাখছে। এনবিএফআইগুলোর কার্যক্রম আরো গতিশীল করতে গ্রাহকদের মধ্যে আস্থার জায়গা তৈরি করতে হবে। নূরুল মজিদ বলেন, এখানে যারা ফটকা ব্যাবসায়ী বা অসাধু ব্যবসায়ী রয়েছেন তাদের বিষয়ে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে যেন তারা সুযোগ না নিতে পারে। অনুষ্ঠানে বিএলএফসিএ চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, আশির দশকে যখন বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যখন শিল্পয়ান শুরু হয়, সে সময় সরকারি মালিকানাধীন দুটি আর্থিক প্রতিষ্ঠান ছিল। যাদের ডিএফআই বলা হতো। তারা যখন প্রাইভেট সেক্টরের উদ্যোক্তাদের চাহিদা মেটাতে পারছিল না তখন বাংলাদেশ সরকার ও সহযোগী সংস্থার সহযোগিতায় প্রথমে ১৯৮১ সালে আইপিডিসি যাত্রা শুরু করে। এরপর ১৯৮৫ সালে আইডিএলসি প্রথম লিজিং প্রডাক্ট নিয়ে বাংলাদেশে আসে। সে সময় বিকল্প ফাউন্ডিং উৎস হিসেবে আইডিএলসি অত্যন্ত জনপ্রিয় ছিল। যখন শিল্পায়ন শুরু হয় তখনই এনবিএফআই সেক্টর শুরুতে ছিল ডিএফআই, পরবর্তীতে ১৯৯৩ সালে আর্থিক প্রতিষ্ঠান আইন করার পরে এনবিএফআই হিসেবে এদের নতুন নামকরণ করা হয়। শিল্পায়নের অবদানের সঙ্গে এনবিএফআইয়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।


গোলাম সরওয়ার ভূঁইয়া আরো বলেন, দেশের অধিকাংশ বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের দ্রুত অর্থায়ন বা বিকল্প অর্থায়ন প্রয়োজন হলে তারা এনবিএফআইতে আসে। এনবিএফআই ঘরে বসে থাকছে না, গ্রাহকের দোরগোড়ায় যাচ্ছে। গ্রাহকের প্রয়োজনটা জেনে তার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টেশনটা আমরা সেখানে করে ফেলি। সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে কাগজপত্র নিয়ে যেসব জটিলতা রয়েছে তা হচ্ছে না, এনবিএফআই গ্রাহকের কাছে গিয়ে কাজগুলো করছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এনবিএফআইয়ের সেবা ও কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার প্রয়াসে আয়োজিত হচ্ছে ‘এনবিএফআই সংযোগ’। দিনব্যাপী এ সংযোগের অংশ হিসেবে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশ নেন ‘মিট দ্য লিডারস’ আলোচনা সভায়। এতে উপস্থিত ছিলেন আইআইএফসির ব্যবস্থাপনা পরিচালক ও বিএলএফসিএ চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বিএলএফসিএর ভাইস-চেয়ারম্যান কায়সার হামিদ, অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিএলএফসিএর ভাইস-চেয়ারম্যান কান্তি কুমার সাহা, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জামাল উদ্দিন, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম। বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা। এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। বিশেষ অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।