পতিত স্বৈরাচারী সরকারের নির্দেশদাতাদের বিচার নিশ্চিত করুন: সেলিম উদ্দিন
Published: 2024-08-22 20:01:26 BdST, Updated: 2025-04-04 05:35:24 BdST
নিজস্ব প্রতিনিধি: পতিত স্বৈরাচারী সরকারের খুনি, নির্দেশদাতা ও মদদদাতাকে চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনার এক নম্বর এজেন্ডা হিসেবে দ্রুত তাদেরকে গ্রেফতার করতে হবে। নয়তো তারা পালিয়ে দেশের বাইরে চলে যাবে। বিভিন্ন যায়গায় ঢুকে পড়বে, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কয়েকদিন আগে তারা এই কাজটিই করেছে, এখনো যে করবে না তার গ্যারান্টি নাই। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও নাবিস্কো র একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল অঞ্চলের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, ‘শহীদ পরিবারগুলোকে সামনে রেখে কথা বলাটা আমাদের জন্য দুষ্কর। কিন্তু, জাতির প্রয়োজনে আমাদেরকে কথা বলতে হচ্ছে। আমরা শহীদ পরিবারের বাসায় গিয়েও দেখা করেছি, কথা বলেছি। আরও কিছু বাকি আছে আমরা বাসায় গিয়ে দেখা করবো। এখানে শহিদ পরিবারগুলোও তাদের মনের অভিব্যক্তিগুলো প্রকাশ করুক। মিডিয়ার মাধ্যমে জাতি জানুক কী লোমহর্ষক অত্যাচার চালানো হয়েছে আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার উপর।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যারা তাদের সন্তান হারিয়েছেন, তারা যেভাবে বলতে পারবে, আমাদের পক্ষে সেটা সেভাবে বলা সম্ভব নয়। সাংবাদিক বন্ধুরা শহিদ পরিবারের অভিব্যক্তিগুলো মিডিয়ার মাধ্যমে জাতির সামনে তুলে ধরবেন বলে আমরা আশা রাখি।
সেলিম উদ্দিন বলেন, যে হারিয়েছে সেই জানে আপনজন হারানোর ব্যাথা। যারা খুন করেছে তারা যদি শহীদ পরিবারের বাসার পাশে গিয়ে একটু যদি জানার চেষ্টা করতো, বোঝার চেষ্টা করতো- শহীদের মা কিভাবে দিন রাত পার করছে বাবা কিভাবে দিন রাত পার করেছে তাহলে তারা বুঝতো।
খুনিদের বিচার দাবি করে মহানগরী আমীর বলেন, ছাত্র আন্দোলেনে হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা এবং তার মন্ত্রীসভা-এমপিরা। এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা ও তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে, যেন একটা খুনের মদদদাতা বা খুনি রেহাই না পায়। প্রমাণ হতে হবে যে এটা বিচারের মতো বিচার করা হয়েছে। বিচার যেন মানুষের কাছে দৃশ্যমান বা পরিষ্কার থাকে। এ রকম বিচারের উদ্যোগ সরকারকে নিতে হবে।
সেলিম উদ্দিন বলেন, সরকারের তিন মেয়াদে সকল এমপির মধ্যে যারা অপরাধের সাথে জড়িত অতি দ্রুত তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। যদি কেউ নিরাপরাধী হয় তার ব্যপারটা আলাদা। শহীদদের ও আহতদের তালিকা প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের উপদেষ্টাগণ যোগ্য অভিজ্ঞ এবং দেশবাসী তাদের সাথে আছে। কিন্তু এখন পর্যন্ত কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন তা প্রকাশ করা হয়নি। বিভিন্ন হাসপাতাল, শহীদ পরিবারের মাধ্যমে এটি করা কোনো কঠিন কাজ না। রাষ্ট্রের জনগণ তাদের সাহায্য করবে। আমরা আশা কররো অনতিবিলম্বে শহীদ ও আহতদের তালিকা প্রকাশ করা হবে। যারা আহত হয়ে হাসপাতালে আছেন, তাদের মধ্যে যাদের বিদেশে চিকিৎসা প্রয়োজন, অগ্রাধিকার ভিত্তিতে তাদের দ্রুত সেই ব্যবস্থা করার দাবিও জানান সেলিম উদ্দিন।
শহীদ পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে তিনি বলেন, এদেশে যতদিন জামায়াতে ইসলামী টিকে থাকবে, ততদিন শহীদ ও আহত পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনারা নিরাশ হবেন না হতাশ হবেন না। আপনারা আশাবাদী থাকবেন। আপনারা আগে হয়তো ৫ থেকে ৬ জনের পরিবারের সদস্য ছিলেন। এখন আপনারা ১৮ কোটি পরিবারের সদস্য। ১৮ কোটি মানুষ তাদের হৃদয়কে আপনাদের জন্য উৎসর্গ করেছে। সুতরাং আপনারা চিন্তা করবেন না।
মহানগরী আমীর বলেন, এ দেশের সংখ্যাগড়িষ্ঠ মানুষের যে বিশ্বাস সেটাকে ধারন করে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে আপনারা একটা চৌকস একটা স্মার্ট শিক্ষা ব্যবস্থা জাতিকে দেন। যাতে একজন ছাত্র সাচ্চা মুসলমানও হবে আবার সৎ যোগ্য প্রশাসকও হবে। ইন্টারনেটের মাধ্যমে ছেলে-মেয়েরা অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হয়ে তাদের চরিত্র যেন ধ্বংস না করে- তা দেখার জন্য রাষ্ট্রের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।