শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-৫  আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান ব্যবসায়ী নেতা মোহাম্মদ উল্লাহ পলাশ


Published: 2020-05-17 07:03:21 BdST, Updated: 2024-04-19 13:07:06 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক:

ঢাকা-৫ (ডেমরা-দনিয়া-মাতুয়াইল) আসনের সংসদীয় উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ উল্লাহ পলাশ। গত ৬ মে এই আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা যাওয়ায় এ আসনটি শুন্য হয়।

মোহাম্মদ উল্লাহ পলাশ ছাত্র জীবন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন।  সারুলিয়া ডেমরা এমএম সাত্তার উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে অধ্যয়নের সময় ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত হন। এরপর তিনি পর্যায়ক্রমে যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। ১৯৯০ সালের পর থেকে প্রতিটি জাতীয় গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রাম ও সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ও অগ্রনী ভুমিকা পালন করেন। সর্বশেষ গত সিটি  করপোরেশ নির্বাচনে যুবলীগ সভাপতি পরশ ও সাধারণ সম্পাদক নিখিলের নেতৃত্বে ডেমরা থানায় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নুর তাপসের নির্বাচনী প্রচারণায় অগ্রণী ভুমিকা পালন করেন। গত জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদ নগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন। রাজনীতি করতে যেয়ে তিনি বিভিন্ন সময়ে মামলা ও কারা নির্যাতনের শিকার হয়েছেন। এ জন্য তার প্রত্যাশা দলের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা  ঢাকা-৫ আসনের উপ নির্বাচনে তাকে মনোনয়ন দিবেন।

রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসা বাণিজ্যের নেতৃত্ব দিয়ে আসছেন। দীর্ঘদিন যাবত বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতির  দাযিত্ব পালন করে আসছেন তিনি। এছাড়াও ব্যবসায়িদের শীর্ষ বাণিজ্য সংগঠন ‘ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এপবিসিসিআই) এর শিল্পমন্ত্রণালয় সম্পর্কীত উৎপাদন, কেমিকেল এবং ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত স্থায়ি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। রাজনীতি ও ব্যবসা বাণিজ্যেও পাশাপাশি তিনি নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথেও জড়িত আছেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ঢাকা বিভাগীয় কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড় পরিবেশ রক্ষা আন্দোলনের সংগঠন ‘সেভ দ্য ইনভারমেন্ট ফাউন্ডেশন’ এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ স্বাধীনতা ব্যবসায়ি পরিষদের আহ্বায়ক দায়িত্ব পালন করছেন তিনি। ছিন্নমুল পথশিশুদের ভাগ্য উন্নয়নে কাজ করতে ভালোবাসেন তিনি।মোহাম্মদ উল্লাহ পলাশ প্রধানমন্ত্রীর সফর সঙ্গি হিসেবে জাতি সংঘের ৭৩তম অধিবেশনে যোগদান করেছিলেন।

 মোহাম্মদ উল্লাহ পলাশ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। ছাত্র জীবনে ছাত্র লীগের (লিয়াকত শিকদার-নজরুল ইসলাম বাবু) কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন । এছাড়া তিনি যুব লীগের ঢাকা মহানগর দক্ষিণের (মহিউদ্দিন-শাওন কমিটির) সদস্য ছিলেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।