মিডল্যান্ড ব্যাংক এবং সাউথইস্ট ইউনিভার্সিটির মধ্যে চুক্তি
Published: 2023-05-17 18:46:34 BdST, Updated: 2024-10-12 15:14:43 BdST
নিজস্ব প্রতিবেদক : মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এবং সাউথইস্ট ইউনিভার্সিটির মধ্যে ‘মিডল্যান্ড করপোরেট পেরোল প্যাকেজ (MDB CPP) ও মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (MCM) সংক্রান্ত সমঝোতা চুক্তি সই হয়েছে। এই চুক্তির ফলে সাউথইস্ট ইউনিভার্সিটির কর্মকর্তাদের বেতন-ভাতার হিসাব এবং শিক্ষা প্রতিষ্ঠানের নগদ তহবিল ব্যবস্থাপনা সহজ হবে। চুক্তির অধীনে, সাউথইস্ট ইউনিভার্সিটির কর্মীরা মিডল্যান্ড ব্যাংকের অগ্রাধিকারমূলক ব্যাংকিং সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়টি ব্যাংকের MCM সার্ভিস ব্যবহার করে আধুনিক অনলাইনভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশনও উপভোগ করা যাবে। ঢাকায় সাউথইস্টের নিজস্ব ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলাম এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান।
মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবার বর্ণনা দেন। এছাড়া সাউথইস্টের ভাইস চ্যান্সেলর MDB CPP এবং MCM সার্ভিসের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদদীন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দিন আহমেদ, বোর্ডের প্রধান সমন্বয়কারী উইং কমান্ডার (অব.) মো. আব্দুল হাফিজ সরকার, বোর্ড সেক্রেটারি মোহাম্মদ তারিক আল জলিল, অর্থপরিচালক মো. আব্দুল মতিন, এফসিএ এবং ব্র্যান্ড, কমিউনিকেশন ও জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ, মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জাবেদ তারেক খান, বনানী শাখার প্রধান মোস্তফা মাইনুল হাসান, ইনস্টিটিউশনাল লায়বিলিটি ইউনিটের প্রধান প্রশান্ত কুমার সাহাসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।