বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলির সাথে পরিচিত করতে ৫দিনব্যাপী কর্মশালা


Published: 2020-02-09 07:09:51 BdST, Updated: 2024-04-24 23:57:30 BdST

 বিজনেস ওয়াচ প্রতিবেদক:

কর্মকর্তাদের ইসলামী ব্যাংকিংয়ের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক ও শরয়ী বিষয়াবলির সাথে পরিচিত করে তুলতে ৫দিনব্যাপী কর্মশালার আয়োজন । সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) যৌথ উদ্যোগে ‘বেসিক অপারেশনস অব শরীয়াহ-বেইজড ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স ৬ ফেব্রুয়ারি  বৃহস্পতিবার বিআইবিএম মিলনায়তনে শেষ হয়েছে।

উল্লেখ্য, এটি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট কর্তৃক পরিচালিত ইসলামী ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম আরো ফলপ্রসূ করার লক্ষ্যে ২০২০ সালে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সাথে যৌথ উদ্যোগে বেশ কিছু প্রশিক্ষণ কোর্স এবং প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের অংশ। ওই প্রশিক্ষণ কোর্সে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সদস্যব্যাংকসমূহ থেকে ৪৮জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কোর্সের সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের প্রশাসন বিভাগের ইনচার্জ সৈয়দ সাখাওয়াতুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএম-এর সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার  মোঃ আলমগীর এবং এটি সঞ্চালনা করেন বিআইবিএম-এর ফ্যাকাল্টি মেম্বার ড. মোঃ মহব্বত হোসেন।  অনুষ্ঠান শেষে কোর্সে অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।