শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৭৪২ কোটি টাকা ব্যয়ে ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন


Published: 2022-11-11 03:20:04 BdST, Updated: 2024-04-19 19:50:01 BdST

নিজস্ব প্রতিবেদক : এক হাজার ৭৪২ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ২৯৬ টাকা ব্যয়ে সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন করবে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে এ উন্নয়ন কাজ হবে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভায় অনুমোদন পাওয়া প্রস্তাবগুলো সংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের এসপি-১ প্যাকেজের আওতায় যৌথভাবে আইসিটি, আইআরডি এবং শেলাদিয়াকে প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬৯ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ৬২ টাকা।

এছাড়া এ প্রকল্পের ডাব্লিউপি-০৬ প্যাকেজের ডিএস-১১ লটের পূর্ত কাজ যৌথভাবে তুর্কিয়ে’র এনেছে এবং বাংলাদেশের টিসিসিএলকে দেওয়ার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা। এজন্য ব্যয় হবে ৮৯৬ কোটি ৮১ লাখ ৯৩ হাজার ৭৬৫ টাকা। সাঈদ মাহবুব খান জানান, এ প্রকল্পের ডাব্লিউপি-০৬ প্যাকেজের ডিএস-১২ লটের পূর্ত কাজ চীনের সিনহাইড্রো ইঞ্জিনিয়ারিং ব্যুরো ৮ করপোরেশন লিমিটেডকে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজে ব্যয় হবে ৫৭৬ কোটি ৫ লাখ ৫১ হাজার ৪৬৯ টাকা।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।