বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারত থেকে আমদানি করা হবে জ্বালানি সৈয়দপুরে ডিজেলচালিত ১৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে সরকার


Published: 2017-07-23 20:06:11 BdST, Updated: 2024-04-18 07:07:44 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক:ভারত থেকে আমদানি করা জ্বালানি তেল দিয়ে নীলফামারীর সৈয়দপুরে ১৫০ মেগাওয়াট ক্ষমতার ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে সরকার।

বুধবার (২০ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ‘এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি’র অর্থায়নের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

‘এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি’র অর্থায়ন মানে হচ্ছে- বিদ্যুৎ বিভাগ থেকে ওই কেন্দ্র নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে এবং যোগ্য নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান অর্থ জোগাড় করে কেন্দ্রটি নির্মাণ করবে।

ভারতের নুমালীগড় থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করে এ কেন্দ্রে সরবরাহ করা হবে বলে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।