শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির চুক্তি করবে নেপাল


Published: 2017-07-08 13:08:30 BdST, Updated: 2024-04-27 05:16:43 BdST

বিজনেস ওয়াচ ডেক্স: বাংলাদেশে পানি বিদ্যুৎ রপ্তানির প্রক্রিয়া শুরু করেছে নেপালের একটি কোম্পানি। জিএমআর আপার কর্নালি হাইড্রোপাওয়ার নামে ডেভেলপার কোম্পানিটি এই প্রকল্পের দায়িত্বে আছে। কোম্পানিটি এখন বাংলাদেশ সরকারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করতে প্রস্তুতি নিচ্ছে।ভারতের মাধ্যম হয়ে বাংলাদেশে এই বিদ্যুৎ সঞ্চালন করবে কোম্পানিটি। জিএমআরের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর কাঠমান্ডু পোস্টের।

খবরে বলা হয়, প্রকল্প পরিদর্শনে শিগগির বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দলের নেপাল সফরের কথা আছে। সফরে ডেভেলপার কোম্পানিটির সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা হবে।জিএমআর এনার্জির প্রধান পরিচালন কর্মকর্তা হারবিনদার মানৌচা বলেন, প্রকল্পটির উৎপাদন ক্ষমতা ৯০০ মেগাওয়াট। ভারত হয়ে আমরা বাংলাদেশে ৩০০ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা করছি।

গত এপ্রিলের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর করেন। ওই সময় ভারত হয়ে আপার কর্নালি থেকে বিদ্যুৎ আমদানির ব্যাপারে এনটিপিসি বিদ্যুৎ ভায়াপার নিগামের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়।জিএমআরের তথ্য অনুযায়ী, ভারতীয় আইনে কোনো দেশ তাদের দেশ হয়ে তৃতীয় দেশে বিদ্যুৎ রপ্তানি অনুমতি দেওয়া হয় না। যার কারণে এ সমঝোতা স্মারক সইয়ের দরকার হয়।

জিএমআর সূত্র জানিয়েছে, সমঝোতা স্মারকে স্পষ্ট উল্লেখ আছে, ভারতীয় কোম্পানি এনটিপিসি বিদ্যুৎ ভায়াপার নিগাম আপার কর্নালি থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমতি দেবে।বাংলাদেশ সরকার ও জিএমআরের মধ্যে আলোচনার পর বিদ্যুতের দাম চূড়ান্ত করা হবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।