শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় বেসরকারি কোম্পানি থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের চুক্তি সই


Published: 2017-09-07 17:18:59 BdST, Updated: 2024-04-26 04:45:40 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ভারতীয় একটি বেসরকারি কোম্পানির অর্থায়নে নির্মিতব্য ২২০ মেগাওয়াটের দ্বৈত জ্বালানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে চুক্তি সই করেছে।

ভারতের শাপুরজি পালোনজি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নতুন বিদ্যুৎ (বাংলাদেশ) লিমিটেড ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার হিসেবে ভোলার বোরহানউদ্দিনে প্রায় ১৯ একর জমিতে ওই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে।

সোমবার (২৮ আগস্ট) ঢাকায় বিদ্যুৎ ভবনে বিপিডিবি এর সচিব মিনা মাসুদ উজ-জামান ও নতুন বিদ্যুৎ লিমিটেডের পরিচালক জে সিনহা মহাপাত্র বিদ্যুৎ ক্রয় চুক্তিতে সই করেন। ২২ বছর মেয়াদি ওই চুক্তির আওতায় বিদ্যুৎ সরবরাহ শুরু হবে ২০১৯ সালের ডিসেম্বর থেকে। বিপিডিবি গ্যাসে উৎপাদিত বিদ্যুৎ কিনবে প্রতি ইউনিট ৩ দশমিক ৯৮৩০ সেন্টে আর ডিজেল থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে ১৬ দশমিক ৯৬২১ সেন্টে।

চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নিরাপদ ও উপযোগী পরিবেশের জন্য বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। জার্মানী, সুইডেনসহ ইউরোপীয়ান দেশ সমূহও বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে ইচ্ছুক।

তিনি আরো বলেন, ভারতের শতভাগ বেসরকারি  বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরী হচ্ছে। বিদ্যুতের চাহিদা কাঙ্খিত হারের চেয়েও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এজন্য বছরে প্রায় ২,০০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুতের চাহিদা বাড়ছে। এ চাহিদা পূরণে বিদ্যুৎ খাতের সাথে সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখা হবে।  

দ্বৈত জ্বালানিনির্ভর ওই কেন্দ্রে  জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার হলে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে আর এইচএসডি বা ডিজেল জ্বালানি হিসেবে ব্যবহার করলে উৎপাদিত হবে ২১২ মেগাওয়াট।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে দেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস, পেট্রোবাংলার চেযারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ এবং শাপুরজি পালোনজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুকুন্দন শ্রী নিবাসন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।