শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ সংযুক্ত আরব আমিরাতের


Published: 2017-11-03 07:21:49 BdST, Updated: 2024-04-20 10:38:32 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক:সংযুক্ত আরব আমিরাত জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সায়েদ বিন হাজার আলশেহি বুধবার সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন। এ সময় এমিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ আল ফলাসি বলেন, ইএনওসি বাংলাদেশের জ্বালানিখাতে বিনিয়োগ করতে আগ্রহী।

এমিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানির (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ আল ফলাসি ও ব্যবস্থাপনা পরিচালক তাইয়েব আল মোল্লা উপস্থিত ছিলেন।

এমিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলএনজি ও জেট ফিউয়েল সরবরাহ, রিফাইনারি স্থাপন, এফএসআরইউ ও স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণ করতে ইচ্ছা প্রকাশ করেন।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এ সময় বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাত ব্যাবসায়িক সম্পর্ক বাড়াতে আগ্রহী।

প্রতিমন্ত্রী বলেন, ভিশন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন। এ সময় তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এমিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানির বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহকে তিনি স্বাগত জানান।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।