বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আসলামুল হক এমপির কোম্পানিকে ৬৫৬ কোটি টাকার সিন্ডিকেশন ্ঋণ মঞ্জুর করলো অগ্রণী ব্যাংক


Published: 2018-10-16 20:55:19 BdST, Updated: 2024-04-24 21:25:56 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক: সরকারের শেষ সময়ে এসে সরকার দলীয় এমপি আসলামুল হকের কোম্পানিকে ৬৫৬ কোটি টাকার সিন্ডিকেশন ্ঋণ মঞ্জুর করলো অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংকের লীড এরেঞ্জমেন্টে ঢাকা ওয়েস্ট পাওয়ার লিমিটেডকে ৬৫৬ কোটি ১৮ লাখ টাকা ঋণ মঞ্জুরি দেয়া হয়। এ অর্থদিয়ে ঢাকা ওয়েস্ট পাওয়ার ১০৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এনিয়ে অাজ ১৬ অক্টোবর হোটেল পূর্বানীতে অগ্রণী ব্যাংক, আইসিবি এবং ঢাকা ওয়েস্ট পাওয়ারের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইসিবিএর চেয়ারম্যান ডঃ মুজিব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে অন্যদের মধ্যে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক এবং ঢাকা ওয়েস্ট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসলামুল হক এমপি,  অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইউসুফ আলী উপস্থিত ছিলেন। এছাড়াও, প্রতিষ্ঠানসম–হের অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকসহ সংশিষ্ট নির্বাহী/কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।